মন্তব্য
null
রাতে নিজের ঘরেই ঘুমাতে যান হোটেলকর্মী চিত্ত হলদার। সকালে দেরিতে হলেও ঘুম থেকে না উঠায় ডাকাডাকি করা হয়। কিন্তু সাড়া না পাওয়ায় ঘরে গিয়ে দেখা যায়, গলায় রশি পেঁচানো তার লাশ ঝুলছে ঘরের ডাবের সঙ্গে।
চল্লিশোর্ধ্ব চিত্ত হলদার পাবনার চাটমোহর সদর সংলগ্ন কুমারগাড়া গ্রামের নিবারণ হলদারের ছেলে। শুক্রবার (১৮ আগস্ট) সকালে নিজের বাড়ি থেকে তার লাশ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে পুলিশ।
চিত্ত হলদারের পরিবারের লোকজন বলছেন, আত্মহত্যা করেছেন তিনি। শহরের মির্জা মার্কেট এলাকায় থাকা একটি খাবার হোটেলে কাজ করতেন তিনি। এদিকে এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু রেকর্ড হয়েছে বলে জানা গেছে।
বিডি/সি/এমকে