৬০ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে শুরু করেছে জেলেরা। দু’মাসের বিরতির
পর ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ। দেশের পাইকারী বাজারগুলোতে ব্যাপক ইলিশের আমদানি।
এতে ক্রেতা ও বিক্রেতার হাঁকডাকে সরগরম হয়ে উঠেছে চাঁদপুর শহরের বড়স্টেশন মাছ বাজার।
তবে বড় আকারের ইলিশ কম পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন জেলেরা। ৫শ’ থেকে ৭শ’
ওজনের ইলিশই বেশি পাওয়া যাচ্ছে। ১ কেজি থেকে দেড় কেজি ওজনের ইলিশ এখন ধরা পড়ছে না।
ফিশিং বোটের সঙ্গে আসা চরফ্যাশনের ব্যাপারী আবুল খায়ের জানান, ‘সাগরে এখন প্রচুর মাছ।
জাল ফেললেই উঠছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। তবে বড় আকারের তেমন ধরা পড়ছে না। শুধু বোটে করেই
না, দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে অসা রাতের যাত্রীবাহী লঞ্চে করেও আসছে ইলিশ।’
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক জানান,
গত কয়েকদিন ধরে ইলিশের সরবরাহ বেড়েছে। কিন্তু বাজারে যে পরিমাণ চাহিদা, তার তুলনায়
সরবারহ কম।’
ইলিশের সরবারহ বাড়ায় পাইকারদের মুখে হাসি ফুটেছে। তবে খুচরা ক্রেতারা অসন্তুষ্টি
প্রকাশ করেছেন। কারণ এতো এতো ইলিশের আমদানি হলেও কমেনি দাম। সাধারণ ক্রেতাদের ধরা ছোঁয়ার
বাইরে ইলিশ। ইলিশ যেন বড়লোকের মাছ হয়ে দাঁড়িয়েছে।
চাঁদপুরের পাইকারি বাজার ঘুরে দেখা গেছে পদ্মা ও মেঘনায় ধরা আটশ’ থেকে নয়শ’
গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ ১৪৫০ টাকা, নয়শ’ গ্রাম থেকে ১ কেজি সাইজের ইলিশ ১৭৫০ টাকা
দরে বিক্রি হচ্ছে।
তবে সাগরের ইলিশের দাম কিছুটা কম। চারশ’ থেকে সাতশ’ গ্রামের ইলিশ বিক্রি
হচ্ছে পাঁচশ’ থেকে আটশ’ টাকা দরে।
ইলিশের খুচরা ক্রেতাদের মনে অসন্তুষ্টির শেষ নেই। ক্রেতাদের অভিযোগ, ছোট
আকারের ইলিশ কিছুটা কম দামে পাওয়া গেলেও বড় আকারের ইলিশের দাম নাগালের বাইরে।
আরআই