যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অসংখ্য মামলা
দায়ের করা হয়েছে। এ পর্যন্ত যত মামলা হয়েছে, তাতে শাস্তি হলে অন্তত ৭শ’ বছর পর্যন্ত
শাস্তি হতে পারে বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ
খবর জানিয়েছে।
সর্বশেষ ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেয়ার অভিযোগ আনা
হয়েছে তার বিরুদ্ধে। জর্জিয়ার ফুলটন কাউন্টির আদালতে ট্রাম্পসহ ১৮ জনকে অভিযুক্ত করা
হয়েছে। এ নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে ৯১টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায়
সাজা হলে সবমিলিয়ে ৭০০ বছরের বেশি তাকে কারাগারে থাকতে হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা।
ট্রাম্প রাফেনস্পার্জারকে বলেছিলেন, তার জয়ের জন্য আরও ভোটের ‘ব্যবস্থা’
করতে। অবশ্য ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট।
ওই মামলায় আগামী ২৫ আগস্ট ফৌজদারি আদালতে হাজিরা দেয়ার কথা রয়েছে ট্রাম্পের।
আরআই