আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের ব্যক্তিগত জীবনের চড়াই উতরাই যেন থামছেই না। তাদের দাম্পত্য নিয়ে প্রতিদিনই জানা যাচ্ছে নতুন নতুন খবর।
এক কথায় রাজ-পরীর রিয়েল লাইফই যেন রিল লাইফের মতো চলছে। আবার ধোঁয়াশা কাটাচ্ছেন না সমালোচিত এ তারকা দম্পতিও।
দুদিন আগেই জানা যায় সব মান-অভিমান ভুলে পরীর বসুন্ধরার বাসায় ফিরেছেন রাজ। নায়ক রাজ জানিয়েছিলেন, তারা ভালো আছেন, ঠিকঠাক আছেন। ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। কিন্তু হঠাৎই ভিন্ন দিকে মোড় নেয় পুরো ঘটনা।
পরীমণি জ্বরে ভুগছেন। ঠিকমতো কথাও বলতে পারছেন না। রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। তবে পাশে নেই তার স্বামী শরীফুল রাজ। এমনকি একাধিক সূত্রে জানা গেছে, রাজ নাকি অসুস্থ পরীকে বাড়িতে রেখেই বেড়িয়ে গেছেন।
সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেওয়ার মাধ্যমে পরীমণি নিজেও জানান তিনি হাসপাতালে। নিজের ফেসবুকে একটি ছবিও প্রকাশ করেছেন তিনি। সেখানে দেখা গেছে, তার হাতে ক্যানুলা দেওয়া।
অথচ বুধবার (১৬ আগস্ট) রাতে গান বাংলার অফিসে একসঙ্গে ছেলে রাজ্যর প্রথম জন্মবার্ষিকীর কেক কাটেন রাজ-পরী। দুজন দুজনকে আলিঙ্গন করেছেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন গান বাংলার দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। এসব মুহূর্তের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে।