অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা তমা মির্জা ও পরীমণি। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। এক সাথে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই দুই নায়িকা। অসুস্থতার বিষয়টি নিজেরাই নিশ্চিত করেছেন।
শুক্রবার (১৮ আগস্ট) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে আগে তমা মির্জা লেখেন, ‘দুঃখিত, কারো ফোন ধরা বা কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব না। দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।’
জানা গেছে, ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। অভিনেত্রীর অসুস্থতার খবর পেয়ে চিন্তিত তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
এদিকে ওই দিনই জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন পরীমণি। নিজের অসুস্থতার বিষয়টি জানাতে ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন তিনি। তাতে দেখা যাচ্ছে, পরীমণির হাত ধরে আছেন তমা মির্জা। দুজনের হাতেই ক্যানুলা পরা। আর এই ছবির ক্যাপশনে পরীমণি লিখেছেন, We পরীতমা ! 😌 Tama ❤️
সেখানে কমেন্টে তমা মির্জা লিখেছেন, দাঁড়াও আগে দুজনই সুস্থ হয়ে নেই।
তবে এসময় রাজকে পাশে দেখা যায়নি পরীমণির।