ব্যক্তি জীবনে টানাপড়নের মাঝে শুক্রবার (১৮ আগস্ট) রাতে হঠাৎই রক্তাক্ত অবস্থায় রাজকে হাসপাতালে দেখা যায়। সেই ছবি প্রকাশ হওয়ার পর থেকেই আবারও দ্বিধায় পড়েছেন রাজ-পরীর ভক্তরা। মাত্র দুদিন আগেই জানা গেল আবার মিলে গেছেন এই দম্পত। কিন্তু হঠাৎ এই রক্তাক্ত ছবি আবারও প্রশ্ন তুলেছে ভক্তদের মনে।
টিএম ফিল্মসের আয়োজনে ছেলের জন্মদিন পালন করেন রাজ-পরী। একজন আরেকজনকে আলিঙ্গনও করেন। আর তাই তো রাজ-পরী ভক্তরা ভেবেছিলেন এবার স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছেন এ জুটি। কিন্তু তা যেন ভাগ্যে নেই এ জুটির।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সূত্র বলছে, শুক্রবার হাসপাতালে রক্তাক্ত অবস্থায় ভর্তি হন রাজ। তার মাথায় চারটি সেলাই দিয়েছেন কতর্ব্যরত চিকিৎসকরা। তবে বর্তমানে হাসপাতালে নেই এই অভিনেতা। চিকিৎসা নিয়েই হাসপাতাল ছেড়েছেন তিনি। তবে কোথায়, কীভাবে, কখন এই জখম হয়েছে—তা এখনও জানা যায়নি।
এদিকে পরীও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তিনি বলেন, ‘আমি জ্বরে অসুস্থ হয়ে এখন হাসপাতালে আছি। রাজ কোথায় আছে আমি জানি না।’