শাহরুখের ‘পাঠান’কে পেছনে ফেলে দিল সানি দেওল
এবার শাহরুখ খানের পাঠানকে টেক্কা দিল সানি দেওল ও অমিশা পটেল অভিনীত ছবি ‘গদর ২’। মুক্তির প্রথম সপ্তাহান্তেই ১০০ কোটার গণ্ডি পেরিয়েছে অনিল শর্মা পরিচালিত এই ছবি।
অনিল শর্মার ছবি ‘গদার’ প্রথম মুক্তি পেয়েছিল ২০০১ সালে। তখন ভারতের তারা সিংহ ও পাকিস্তানের শাকিনার প্রেমকাহিনি জায়গা করে নিয়েছিল দর্শকের মনে। তার প্রায় ২২ বছর পর মুক্তি পেয়েছে ফ্র্যাঞ্চাইজর দ্বিতীয় ছবি। ‘গদর ২’ ছবিতে সানি ও অমিশাকে নিয়েই ফিরেছেন পরিচালক অনিল শর্মা। গত ১১ অগস্ট থেকে প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। প্রথম সপ্তাহ শেষে বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি পার করেছে। দ্বিতীয় শুক্রবারে এসে আরও এক নজির গড়ল এই সিনেমাটি। এবার খানেদের টপকে গেলেন সানি। দ্বিতীয় শুক্রবারের বক্স অফিস ব্যবসার নিরিখে শাহরুখ খান, আমির খান ও সলমন খানকেও গোল দিয়ে দিয়েছেন তিনি
বক্স অফিস তথ্য মতে মুক্তির পরে দ্বিতীয় সপ্তাহ শেষে শাহরুখের ‘পাঠান’ ব্যবসা করেছিল ১৩ কোটি টাকার। আমিরের ‘দঙ্গল’ ও সালমানের ‘বজরঙ্গি ভাইজান’-এর ঝুলিতে এসেছিল যথাক্রমে ১৮ কোটি ও ১২ কোটি ৭৫ লাখ টাকা। সেখানে সানির ‘গাদার ২’ ব্যবসা করেছে প্রায় ২০ কোটি টাকার।
গত বছরের অন্যতম বাণিজ্যিকভাবে সফল ছবি ‘দ্য কাশ্মীর ফাইল্স ’-এর দ্বিতীয় শুক্রবারের ব্যবসাকেও ছাপিয়ে গিয়েছে ‘গাদার ২’। দ্বিতীয় শুক্রবার বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি ব্যবসা করেছিল প্রায় ১৯ কোটি টাকার।
প্রসঙ্গত, গদর ২-এর তৃতীয় ছবির আশার সম্ভাবনা রয়েছে। কেননা ছবির শেষে ‘টু বি কনটিনিউড’ লেখায় আশাবাদী দর্শক ও অনুরাগীরাও।