অলকার গাল টিপে আলোচনায় সাংসদ

১১ মার্চ ২০২১

বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের করা টুইটের  একটি ভিডিওতে অংশে দেখা গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়ার প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং বাঁকুড়ার পৌর প্রশাসক অলকা সেন মজুমদার সাংবাদিক বৈঠকে বসেছেন। মাঝে ছিলেন সায়ন্তিকা। একদিকে কল্যাণ এবং আর একদিকে অলকা।

প্রেস কনফারেন্স শুরু হওয়ার আগে দেখা যায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, অলকাকে তিনি অনেক দিন ধরে চেনেন। একবার তারা ১৫ দিন টানা অবস্থান বিক্ষোভ করেছিলেন। এ কথা বলতেই বলতেই অলকার গাল টিপে এবং মাথায় হাত বুলিয়ে দিতে দেখা যায় ওই সাংসদকে। যদিও লকেট যে টুইট করেছেন তাতে মাথায় হাত দেওয়ার ফুটেজ নেই।


মন্তব্য
জেলার খবর