মন্তব্য
পঞ্চগড়ে বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন- ১৯৭৪ আচরনবিধি এবং সাংবাদিকতার নীতিমালা সম্পর্কিত সেমিনার ও মতবিনিময় সভা হয়েছে। শনিবার (১৯ আগস্ট) দিনব্যাপী পঞ্চগড় সার্কিট হাউসের কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এ সেমিনার ও মতবিনিময় সভা হয়।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজন ও পঞ্চগড় জেলা প্রশাসনের সহযোগিতায় সেমিনার ও মতবিনিময় সভার উদ্ধোধন করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রীমকোর্টের আপীল বিভাগের সাবেক বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
সেমিনারে বাংলাদেশস প্রেস কাউন্সিলের (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার, জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দীন,অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে