বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কুড়িগ্রামে পদযাত্রা ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার (১৯ আগস্ট) দুপুরে মোক্তারপাড়াস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে পদযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে।
পদযাত্রা শেষে এনআর প্লাজায় সমাবেশ হয়। জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- ড্যাবের রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ডা. ইউনুছ আলী, সাবেক সহসভাপতি সহিরুজ্জামান সাজু, সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দূল আজিজ, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, সহসাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সহসাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, উলিপুর উপজেলা বিএনপি সম্পাদক হায়দার আলী মিয়া,সদর উপজেলা বিএনপি সম্পাদক মাহবুব হোসেন,পৌর বিএনপি সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব, নাগেশ্বরী উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক গোলাম রসুল রাজা,জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ,জেলা জিয়া পরিষদ সভাপতি নিজামুল ইসলাম,জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান,সম্পাদক হাসান যোবায়ের হিমেল,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরমান হোসেন,জেলা কৃষকদলের আহবায়ক খলিলুর রহমান,জেলা জাসাস সদস্য সচিব নুর জামাল বাহাদুর প্রমুখ ।
বিডি/রোকন সরকার/সি/এমকে