সিলেটে ছাত্রলীগের ১২ নেতাকে অব্যাহতি

সিলেট প্রতিনিধি
২০ অগাস্ট ২০২৩


সিলেটে সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায় ছাত্রলীগের ১২ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। শনিবার (১৯ আগষ্ট) সিলেট জেলা ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


অব্যাহতি পাওয়াদের মধ্যে গোয়াইনঘাট ও গোলাপগঞ্জ উপজেলায় ৩ জন করে এবং কানাইঘাট উপজেলায় ৬জন রয়েছেন।

তারা হলেন-  গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি সাইদুল মুরসালিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সাগর, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক জুবায়ের আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম মুন্না, সাংগঠনিক সম্পাদক রাশেদ আহমাদ তারেক, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সারোয়ার আহমেদ, উপআপ্যায়ন সম্পাদক মাহফুজ আব্বাস, সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম আজাদ, ধর্ম সম্পাদক মামুন আহমদ, সহসম্পাদক মুর্শেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন ও গোলাপগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সহসভাপতি এহসান আহমদ।


বিডি/সাকিব আল মামুন/সি/এমকে 


মন্তব্য
জেলার খবর