মন্তব্য
উপগ্রহ সুরক্ষিত রাখার মহড়া চালাচ্ছে ফ্রান্স। এর জন্য সামরিক বাহিনীর একটি উইং তৈরি করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে স্পেস কমান্ড। নতুন সেই স্পেস কমান্ডের প্রধান মিশেল ফ্রিডলিং জানিয়েছেন, মহাকাশে নিজের পরিকাঠামোর 'স্ট্রেস টেস্ট' শুরু হয়েছে।
মহাকাশে ফ্রান্সের যেসব উপগ্রহ আছে, অঘটন ঘটলে তা কিভাবে রক্ষা করা হবে, তারই মহড়া শুরু হয়েছে। এই মহড়ার নাম দেওয়া হয়েছে 'অ্যাস্টারএক্স'। ১৯৬৫ সালে এই নামেরই প্রথম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিল ফ্রান্স।
ডয়চে ভ্যালে