কেন চার সন্তান থেকেও ‘বাবা’ ডাক থেকে বঞ্চিত মিঠুন চক্রবর্তী?

নিজস্ব প্রতিবেদক
২০ অগাস্ট ২০২৩

মিঠুন চক্রবর্তী ভারতের চলচ্চিত্র জগতের অন্যতম এক নাম। এক সময় বাংলা ও হিন্দিতে বহু হিট ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের। এখন ব্যস্ত আছেন বিচারক হিসেবে ডান্স রিয়্যালিটি শো নিয়ে। এখনো একাধিক রিয়্যালিটি শোয়ের বিচারক আসনে দেখা যায় তাকে।

 

সম্প্রতি এক রিয়েলিটি শোতে নিজের ব্যক্তিগত জীবনের কিছু গল্প দর্শকদের সাথে ভাগাভাগি করে নেন এই মহানায়ক। আর তখন তিনি জানান, আজ পর্যন্ত বাবা ডাক শুনতে পাননি তিনি।

 

মিঠুন চক্রবর্তী চার সন্তানের বাবা। তবুও বাবা ডাক থেকে বঞ্চিত এই অভিনেতা। তবে তার স্ত্রী যোগিতা বালি ও মিঠুন চক্রবর্তীর সুখী পরিবার। তাহলে কেন বাবা ডাক শোনা হয়নি তার? একথা নিজেই রিয়্যালিটি শোয়ের মঞ্চে জানিয়েছিলেন মিঠুন চক্রবর্তী।

 

তার বড় ছেলে মিমো। ছোটবেলায় চার বছর বয়স পর্যন্ত সে কথা বলতে পারতো না। তবে হঠাৎ করেই একদিন সে ‘মিঠুন বলে তার বাবাকে ডেকে বসে। এরপরই ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যান মিঠুন। ডাক্তার পরামর্শ দেন, কথা শেখাতে চাইলে ছেলেকে আরও বেশি করে ‘মিঠুন বলাতে হবে। আর সেই থেকেই সেটাই তার অভ্যাস হয়ে যায়। বড় হওয়ার পরও সে বাবার বদলে অভিনেতাকে নাম ধরেই ডাকতে থাকেন। এখনো সেভাবেই ডাকেন। আর বড় ভাইকে দেখে বাকি দুই ভাই ও এক বোনও বাবার বদলে অভিনেতাকে মিঠুন বলেই ডাকেন। তবে নাম ধরে ডাকা ছাড়াও সন্তানদের সঙ্গে একেবারে বন্ধুর মতো সম্পর্ক এই অভিনেতার। তাই তো অভিনেতা এই গল্পটা আনন্দের সাথেই ভাগ করে নিয়েছেন তার ভক্তদের সঙ্গে।


মন্তব্য
জেলার খবর