মন্তব্য
নেইমারকে বরণ করে নিল আল-হিলাল
ইউরোপ ছেড়ে এশিয়ার দেশ সৌদি আরবে পাড়ি জমিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার
নেইমার জুনিয়র। দেশটির ফুটবল ক্লাব আল-হিলালে যোগদান করেছেন তিনি। শনিবার রাতে তাকে
বরণ করে নিয়েছে দলটি। তবে এদিন মাঠে নামেননি তিনি।
চলতি মৌসুমে নেইমার ছাড়াও রুবেন নেভেস, ইয়াসিন বুনু, সার্জ মিলানকোভিচ সাভিচকে
দলে ভিড়িয়েছে আল-হিলাল।
এদিন নেইমারের দল আল-হিলাল জিততে পারেনি। আল ফেইহার সাথে ১-১ গোলে ড্র করেছে
দলটি।
ম্যাচের শুরুতে এগিয়ে যায় ফেইহা। ১৫ মিনিটের মাথায় ফ্যাশন সাকালার গোলে
এগিয়ে যায় ফেইহা। তবে ৫ মিনিট পরেই আল-হিলালকে সমতায় ফেরান আব্দুল্লাহ আল-হামদান। এ
ড্রয়ে ২ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে অবস্থান করছে আল-হিলাল।
আরআই