মারামারি করে হাসপাতালে রাজ-পরীমণি!

নিজস্ব প্রতিবেদক
২০ অগাস্ট ২০২৩

সিনেমার গল্পকেও যেন হার মানায় ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা-অভিনেত্রী শরিফুল রাজ ও পরীমণির দাম্পত্য জীবন। সবাই ভেবেছিলেন দীর্ঘ তিন মাস বিচ্ছেদের পর হয়তো মিলে গেছেন তারা। আবার শুরু করবেন সুখের সংসার। কিন্তু তার আর হলো না। একদিন যেতে না যেতেই দু’জনেরই দেখা মিলল হাসপাতালে।

 

তাদের দাম্পত্য কলহ এখন শারীরিক নির্যাতনে রূপ নিয়েছে। বিনোদন পাড়ার গুঞ্জন, গতকাল রাতে রাজধানীর নিকেতনে এক নির্মাতার অফিসে মারামারি করেন রাজ-পরীমণি। এরপর পরীমণি কাটা হাত আর রাজ মাথা ফাটা নিয়ে রাজধানীর বেসরকারি হাসপাতাল এভার কেয়ারে ভর্তি হন। তবে বর্তমানে দুজনই হাসপাতাল ছেড়ে দিয়েছেন। এখন আবার পরীমণির সাথে নেই রাজ।

 

হাসপাতালের একাধিক সূত্র নিশ্চিত করেছে, পরীমণির কাটা হাতে সেলাই না লাগলেও ক্ষতস্থানে ড্রেসিং করাতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বসুন্ধরা আবাসিক এলাকায় পরীমণি তার নিজ বাসায় ফিরে গেছেন।

 

তবে মাথায় জখমের বিষয়ে রাজের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে পরীমণির কাছে জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি হাসপাতালে। রাজ কোথায় আমি জানি না। আমার অনেক জ্বর।’


মন্তব্য
জেলার খবর