মন্তব্য
null
নওগাঁর ছোট যমুনা নদী থেকে সুফিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে লস্করপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সুফিয়া বেগম সুলতানপুর জেলেপাড়া এলাকার মোজাফরের স্ত্রী।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়সাল বিন আহসান জানান, সকাল ১০টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ সকাল ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
ওসি আর জানান, ওই বৃদ্ধা মৃগি রোগী ছিলেন। ধারনা করা হচ্ছে, কোন এক সময় নদীতে পড়ে যাওয়ায় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
বিডি/সি/এমকে