মন্তব্য
দেড় বছরের বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ
সময় ধরে যুদ্ধ চললেও থামার কোনো লক্ষণ নেই। শনিবার দেশটির উত্তরাঞ্চলের চেরনিহিভ শহরে
ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন
৯০ জনের বেশি।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেঙ্কো এক টেলিগ্রাম বার্তায় বিষয়টি
নিশ্চিত করেছেন। ওই বার্তায় তিনি বলেন, ‘রুশ ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন মারা গেছেন।
আর ৯০ জন আহত হয়েছেন। এর মধ্যে ১২ শিশুও রয়েছে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শনিবার চেরনিহিভের
কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সেখানে একটি পলিটেকনিক বিশ্ববিদ্যালয় ও একটি
থিয়েটার রয়েছে।
আরআই