সব ধরনের প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশকে এগিয়ে নিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক
২০ অগাস্ট ২০২৩

সব ধরনের প্রতিবন্ধকতা মোকাবিলা করে তার সরকার দেশকে এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, এ অগ্রযাত্রা যেন অব্যহত থাকে, সেটাই আমরা চাই।

রোববার (২০ আগস্ট) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবন এবং তথ্য কমিশন ভবনের উদ্বোধন  ও বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ সব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নতির জন্য কাজ করে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই আমরা। স্মার্ট বাংলাদেশে স্মার্ট জনগোষ্ঠী, ইকোনোমি, সোসাইটি  ও স্মার্ট সরকার হবে। সেটা সামনে নিয়েই সব ক্ষেত্রে আধুনিক প্রযুক্তিজ্ঞান সম্পন্ন জনগোষ্ঠী, সমাজ, সরকার এবং দেশকে গড়ে তোলার পদক্ষেপ নিয়েছে সরকার।

তার সরকারের লক্ষ্যের কথা তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন,  এ দেশে কোন ক্ষুধা-দারিদ্র থাকবে না, ভূমিহীন মানুষ ঘর পাবে, প্রতিটি মানুষের জীবন মান উন্নত হবে। দেশটা সুন্দরভাবে গড়ে উঠবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে তথ্যমন্ত্রী . হাছান মাহমুদ বক্তব্য দেন।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর