পুরুষের যে গুণগুলো নারীকে আকৃষ্ট করে

নিজস্ব প্রতিবেদক
২০ অগাস্ট ২০২৩

প্রিয় পুরুষের আচরণ, কথা বলা, হাসি সবকিছুতেই নারী মুগ্ধ হতে চায়। তাই যখন বিয়ের প্রসঙ্গ আসে নিজের মাঝে কিছু বৈশিষ্ট্য ফুটিয়ে তুললে আপনি সহজেই নারীর কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন। চলুন জেনে নেওয়া যাক, বিয়ের ক্ষেত্রে পুরুষের কোন বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি-


হাসিখুশি পুরুষ


গোমড়া মুখের মানুষকে কেউ পছন্দ করে না। আবার গাম্ভীর্য আর গোমড়া মুখ কিন্তু এক নয়। অনেকে গম্ভীর হতে গিয়ে গোমড়া মুখো হয়ে বসে থাকেন। এ ধরনের পুরুষকে মেয়েরা পছন্দ করে না। কারণ মেয়েরা চায় তার পছন্দের পুরুষটি যেন সময় হাসিখুশি থাকে। তাই মন খুলে হাসতে শিখুন। 


আর্থিক স্বচ্ছলতা


বিয়ে মানে দায়িত্ব পালন। তাই বিয়ের আগে অবশ্যই আপনাকে আর্থিকভাবে স্বচ্ছল থাকতে হবে। কারণ যোগ্যতা থাকার পরও অর্থাভাবে থাকা ভালো কিছু নয়। যে মেয়েটি আপনার সঙ্গে জীবন জড়াবে, সে নিশ্চয়ই যেচে এসে কষ্টের ভেতর পড়তে চাইবে না? তাই নিজের আর্থিক ভিত্তি শক্ত করা জরুরি। 


রুচিশীল পোশাক


সব সময় রুচিশীল পোশাক পরিধান করুন। আর পোশাক নির্বাচনের এক্ষত্রে এখন রং আর ডিজাইন পরিধান করুন যা আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলবে। তাই আপনার সঙ্গে মানানসই এমন পোশাকই বেছে নিন। প্রথম দেখায়ই পাত্রী ‌‌‘হ্যাঁ’ বলে দেবে।


বাড়তি কথা বলার চেয়ে শোনার অভ্যাস করুন


অতিরিক্ত কথা না বলে সামনের জন্য কথা গুরুত্ব দিয়ে শোনার অভ্যাস করুন। আপনি কি, কেমন এত আগ বাড়িয়ে না বলে সামনের জনকে জানতে চাওয়ার সুযোগ দিন। কোনটা বলা উচিত, কোনটা উচিত নয় সেদিকে খেয়াল রাখুন। সব বিষয়ে মতামত দেওয়া থেকেও বিরত থাকুন দেখবেন প্রিয়জন নিজে থেকেই আপনার প্রতি দুরবল হয়ে পড়বে।


​সম্মান দিন


নারীরা সবার আগে সম্মান চান। একজন পুরুষের কাছে তারা সম্মান পেলে সহজেই গলে যান। তাই নারীদের সঙ্গে সম্মান দিয়ে কথা বলুন। প্রশংসা করতে শিখুন। এ ধরনের স্বভাব আপনার মধ্যে থাকলে মেয়েরা খুব সহজেই পছন্দ করবে।


প্রয়োজনে খরচ করুন


মেয়েরা খরুচে স্বভাবের ছেলে খুব পছন্দ করে। অহেতুক না হলেও প্রয়োজনীয় খরচগুলো মন খুলে করুন। কৃপণ স্বভাবে পুরুষ কোনো মেয়েরই পছন্দ নয়। তাই জায়গা বুঝে খরচ করুন মন খুলে।


মন্তব্য
জেলার খবর