সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে ধস্তাধস্তি, প্রাণ গেল ব্যবসায়ীর

সাতক্ষীরা প্রতিনিধি
২০ অগাস্ট ২০২৩

সাতক্ষীরার সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে ধস্তাধস্তির সময় অসুস্থ হয়ে নাজমুল হাসান (৫৫) নামে এক ব্যবসায়ী মারা গেছেন।

শনিবার রাত ১২টার দিকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এর আগে ৮টার দিকে শহরের মাগুরা এলাকায় ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় অসুস্থ হয়ে পড়লে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

নাজমুল হাসান সাতক্ষীরার সদর উপজেলার  মাগুরা গ্রামের বউবাজার এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম বলেন, শহরের পলাশপোল এলাকায় নাজমুল হাসানের একটি  হার্ডওয়্যারের দোকান আছে।

শনিবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে স্থানীয় আব্দুর রহমান বাবু নুরুজ্জামানের সঙ্গে নাজমুল হাসানের জমি নিয়ে কথাকাটাকাটি  হয়।

একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় অসুস্থ হয়ে পড়েন তিনি।

ওসি আরো বলেন, এখন পর্যান্ত নাজমুল হাসানের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।  অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর