সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ পৌর কৃষকলীগের কার্যালয় ভাংচুর করা হয়েছে। রোববার (২০ আগস্ট) ভোর রাতে মাগুরা বৌ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে কারা জড়িতে সেটা জানা যায়নি, এ ঘটনায় কাউকে আটকও করা হয়নি।
সাতক্ষীরা পৌর কৃষকলীগের সভাপতি রাশিদ হাসান চৌধুরী বাবু বলেন, শনিবার রাতে অফিসে কাজ শেষ করে বাসায় যান তিনি। সকাল সাড়ে ৭টার দিকে অফিসে এসে দেখেন অফিস খোলা। এ সময় ভেতরের দিকে তাকাতেই ভাংচুরের বিষয়টি দেখতে পান তিনি।
রাশিদ হাসান চৌধুরী বাবু আরও বলেন, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর ছাড়াও অফিসের একটা কম্পিউটার ও আসবাবপত্র ভাঙা হয়েছে। অফিসে থাকা বেশকিছু নগদ টাকাও নিয়ে গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান জুয়েল জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে আইনি সহায়তা নেওয়া হবে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কৃষকলীগের নেতারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিডি/কিশোর কুমার/সি/এমকে