সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে
চারটি মেগা প্রকল্পের উদ্বোধন করবে সরকার। এরমধ্যে কেবল একটি প্রকল্পের কাজ শতভাগ শেষ
হয়েছে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এ সকল প্রকল্পের কাজ চলমান। কিছু শেষ হয়েছে।এ জন্য
সেগুলো উদ্বোধন করা হবে।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
কাদের বলেন, সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের
কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার দূরত্বের এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন
করা হবে ২ সেপ্টেম্বর। রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্যমেলার মাঠে সুধী সমাবেশে প্রধান
অতিথি হয়ে উপস্থিত থেকে প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া আগামী ২৮ অক্টোবর উদ্বোধন করা হবে বঙ্গবন্ধু টানেল। এর আগে ২০ অক্টোবর
উদ্বোধন করা হবে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের। ১৬ সেপ্টেম্বর এমআরটি
লাইন-৫ এর কাজের উদ্বোধন করা হবে। এই পর্যায়ে সাভারের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত
২০ কিলোমিটার মেট্রোর ১৩ কিলোমিটার পাতাল আর ৬ দশমিক ৫ কিলোমিটার হবে উড়াল। এই প্রকল্পের
উদ্বোধন উপলক্ষে সাভারে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়া ২২ অক্টোবর নবনির্মিত সড়ক ভবন থেকে শেখ হাসিনা ১৪০টি সেতু উদ্বোধন
করবেন। সাথে ১২টি ওভারপাসও উদ্বোধন করা হবে বলে জানান তিনি।
আরআই