null
দেশে এখন নারীর তুলনায় পুরুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে বেশি। তবে ডেঙ্গু আক্রান্ত পুরুষের তুলনায় নারীর মৃত্যু বেশি হচ্ছে।
রোববার (২০ আগস্ট) ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন। দেশের ডেঙ্গু পরিস্থিতি জানাতেই এ প্রেস ব্রিফিং হয়।
ব্রিফিংকালে বলা হয়, ডেঙ্গুতে পুরুষ আক্রান্তের হার ৬২ দশমিক ৪, নারীদের আক্রান্তের হার ৩৭ দশমিক ৬। গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত ৪৬ জন নারীর বিপরীতে পুরুষ মারা গেছে ৩৩ জন।
ডেঙ্গু সংক্রমণের ৩৩তম সপ্তাহে এসে ঢাকার পাশাপাশি ঢাকার বাইরেও সংক্রমণ কিছুটা নিম্নমুখী। ফলে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। বিভিন্ন সরকারি হাসপাতালে এখন ছয় শতাধিক ডেঙ্গুশয্যা ফাঁকা পড়ে আছে।
ডা. শাহাদাত হোসেন বলেন, যে কোনও ‘পেন্ডামিক’ই একটি নির্দিষ্ট সময় শুরু হয়ে একটি নির্ধারিত গন্তব্যে শেষ হয়। এ বছর ডেঙ্গুর গন্তব্য কোথায় থামবে, সেটা এখন স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে ঢাকা সিটিতে ডেঙ্গু আক্রান্তের হার কমছে।
বিডি/এন/এমকে