চাঁদে পাঠানো রাশিয়ার নভোযান চাঁদে পৌঁছানোর আগে বিদ্থস্ত হয়েছে। রোববার
রুশ মহাকাশ সংস্থা রসকসমস এ তথ্য জানিয়েছে। সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর
জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ৫৭ মিনিটে (গ্রিনিচ
মান সময় ১১:৫৭) লুনা-২৫ এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। চন্দ্রপৃষ্ঠের সঙ্গে ল্যান্ডারটির
সংঘর্ষ হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরপর নভোযানটির সাথে আর যোগাযোগ করা যায়নি।’
তবে কী কারণে সংঘর্ষ হয়েছে তা জানাতে পারেনি মহাকাশ সংস্থাটি।
১৯৭৬ সালে সর্বপ্রথম চাঁদে যান পাঠায় রাশিয়া। সম্প্রতি মহাকাশে যান পাঠাতে
সক্রিয় হয়েছে দেশটি। এরই অংশ হিসেবে লুনা-২৫ নামে একটি চন্দ্রযান মহাকাশে পাঠায় রাশিয়া।
১১ আগস্ট রাশিয়ার পূর্ব আমুর অঞ্চল থেকে লুনা-২৫ উৎক্ষেপণ করা হয়। ৮০০ কিলোগ্রাম ওজনের
লুনা-২৫ চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরু প্রান্তে সফলভাবে অবতরণ করে, যা ছিল রাশিয়ার ইতিহাসে
প্রথম।
আরআই