‘ডন-৩’ তে রণবীরের নায়িকা কে?

নিজস্ব প্রতিবেদক
২০ অগাস্ট ২০২৩

আসতে যাচ্ছে বলিউডের কাঙ্ক্ষিত সিকুয়্যেল 'ডন ৩'। তবে শাহরুখ খানের পরিবর্তে রণবীর সিংকে ডন চরিত্রে দেখতে নারাজ দর্শকদের একাংশ। আর সমালোচনার মাঝেই শোনা যাচ্ছে, ডনের বিপরীতে থাকছেন বলিউড কুইন দীপিকা পাডুকোন।

 

এর আগে ভারতীয় এক প্রতিবেদনে জানায়, এ সিনেমায় রণবীরের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আদভানি অথবা কৃতি স্যানন। তবে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়ে এবার শোনা যাচ্ছে বিপরীতে অভিনয় করবেন নায়ক রণবীরের স্ত্রী দীপিকা।

 

‘ডন ৩’ পরিচালনা করবেন ফারহান আকতার।

আর প্রযোজকরা দীপিকাকেই কাস্ট করতে বেশি আগ্রহী। কেননা এ সিনেমায় বেশ কিছু জটিল স্টান্টের দৃশ্য থাকবে, যে সব চরিত্রে দীপিকা ভালো ভাবেই উতরে যাবে বলে আশা সকলের।

 

তবে কী ‘পদ্মাবত’ সিনেমার পর আবার অন স্ক্রিনে রোমান্স করতে দেখা যাবে এই জুটিকে? তবে এখন পর্যন্ত এই সিনেমার কাজ শুরু হয়নি। আগামী ২০২৫ সালে ডন ৩ এর শুটিং শুরু করতে যাচ্ছে পরিচালক ও প্রযোজক। এদিকে টুইটারে চলছে 'নো শাহরুখ নো ডন' ক্যাম্পপেইন।

 

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


মন্তব্য
জেলার খবর