মন্তব্য
পাবনার আটঘরিয়ায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মো. নাহারুল ইসলাম।
রোববার (২০ আগস্ট) সন্ধ্যায় তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু।
মো. নাহারুল ইসলাম এ উপজেলায় নির্বাহী অফিসার হয়ে আসার আগে নঁওগায় জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে মাকসুদা আক্তার মাসুকে পাবনা সেটেলমেন্ট অফিসে নিযুক্ত করা হয়েছে। তার জায়গায় স্থলাভিষিক্ত হলেন নাহারুল ইসলাম। দায়িত্ব হস্তান্তরের সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হুসাইন উপস্থিত ছিলেন।
বিডি/আফতাব হোসেন/সি/এমকে