পেঁয়াজের দাম শিগগিরি কমবে: কৃষিমন্ত্রী

রবি
২১ অগাস্ট ২০২৩

হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। মূলত ভারতত পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করায় এ দাম বেড়েছে। এ বাড়তি দাম খুব শিগগির কমে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

 

রোববার রাজধানীর ফার্মগেটে তুলা উন্নয়ন বোর্ডের (সিডিবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

 

তিনি বলেন, ‘ভারত পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করলেও দেশে পেঁয়াজের দামে তেমন প্রভাব পড়বে না। দাম কিছুটা বাড়লেও তা কয়েক দিনের মধ্যে কমে আসবে। তুরস্ক, মিশর ও চীন থেকে পেঁয়াজ আমদানির চেষ্টা করা হবে।’

 

কৃষিমন্ত্রী বলেন, ‘মাঠ পর্যায়ে খোঁজ নেওয়া হয়েছে। দেখা গেছে, দেশের কৃষকদের নিকট এখনও তুলনামূলকভাবে পেঁয়াজের মজুদ আছে।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর