মন্তব্য
টানা বৃষ্টির পর মৌসুমি বায়ুর প্রভাব কমায় কমেছে বৃষ্টিপাত। তবে দিনের বেশিরভাগ
সময় আকাশ থাকছে মেঘাচ্ছন্ন। সারাদেশে সামান্য বৃষ্টি হলেও আকাশে মেঘের আনাগোনা থাকছেই
ফলে ভ্যাপসা গরম বৃদ্ধি পেয়েছে। আজও সারাদেশে গরমের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে
আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশে তাপমাত্রা আরো বাড়তে পারে। তবে আগামী বুধবার
থেকে আবার বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, গত শুক্রবার বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি পরবর্তী
সময়ে উত্তর ছত্তিশগড় ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করলেও গতকাল পশ্চিম উত্তর-পশ্চিম দিকে
সরে গিয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হয়েছে।
আরআই