শক্তিশালী ঘূর্ণিঝড় হিলারি আঘাত হেনেছে মেক্সিকোর বাহা অঞ্চলে। এতে একজনের
প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার সকালে এটি আঘাত হানে। ঘূর্ণিঝড়ের প্রভাভে
সকাল থেকেই বৃষ্টি আর ঝড়ো হাওয়া শুরু হয়। এতে বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়ে যায়।
রাজ্যের গভর্নর ও লস অ্যান্জেলেস সিটি মেয়র জরুরি অবস্থা জারি করে বাসিন্দাদের
ঘর থেকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভয়াবহ বন্যা হতে পারে
বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদরাও।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বলছে, হিলারি এর আগে
ঘণ্টায় ১৩০ মাইল বেগে বাতাস নিয়ে শক্তিশালী ক্যাটাগরি ৪ ঝড় ছিল। হারিকেনটি শক্তি হারিয়ে
ক্যাটাগরি ৪ থেকে ক্যাটাগরি-১ এ রূপ নিয়েছে। এখন শক্তি হারালেও এর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া
এবং দক্ষিণ নেভাদার কিছু কিছু এলাকায় ১০ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে।
এনএইচসি আরও জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যাও দেখা দিতে
পারে এবং প্রাণহানির আশঙ্কা রয়েছে।
আরআই