মায়ের সামনে সড়কে ছিটকে পড়ে স্কুলছাত্রীর প্রাণহানি

সাতক্ষীরা প্রতিনিধি
২১ অগাস্ট ২০২৩

স্কুল ছুটির পর মায়ের সঙ্গে ভ্যানে বাড়ি ফিরছিল ওহি সুলতানা () নামে এক শিক্ষার্থী। পথে ভ্যানটিকে মালবাহী একটি ট্রাক ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে। মায়ের চোখের সামনে মেয়ের এমন মৃত্যু হৃদয়কে নাড়া দিয়েছে স্থানীয়দের।

সোমবার (২১ আগস্ট)  বেলা ১১ টার দিকে সাতক্ষীরা-ভোমরা স্থল বন্দর সড়কের মাহমুদপুর বাজারের সন্নিকটে  দুর্ঘটনাটি  ঘটে।

ওহি সুলতানা একই এলাকার মিতুল সরদারের মেয়ে মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ভোমরাগামী মালবাহী একটা ট্রাক ভ্যানটাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর চালকসহ ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, ট্রাক ও চালক পুলিশ হেফাজতে রয়েছে।

 

বিডি/কিশোর কুমার/এমকে


মন্তব্য
জেলার খবর