সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল-ম্যাটস’র প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
কারিকুলাম শিক্ষা বোর্ড সংশোধন এবং মেডিকেল এডুকেশন বোর্ড চালুসহ চারদফা দাবিতে সোমবার সকালে বিক্ষোভ করে তারা। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন শিক্ষকও।
বিক্ষোভকালে শিক্ষার্থী মোনায়েম গাজী নাইমের সভাপতিত্বে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেন- শিক্ষার্থী তানভীর হোসেন, মোস্তাফিজুর রহমান, ফারজানা তুলি, শাহরিয়া সুলতানা ও শিক্ষক সুমিত কুমার গাইন।
বক্তরা বলেন, চার দফা দাবি আদায়ে বুধবার থেকে আন্দোলনে আছে ছাত্রছাত্রীরা। তারা ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। তারপরও শিক্ষার্থীদের নায্য দাবি মেনে নেওয়া হচ্ছে না। তারা বলেন, অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে। মেডিকেল এডুকেশন বোর্ড চালু করতে হবে। শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে বলে জানান তারা।
বিডি/কিশোর কুমার/সি/এমকে