এইটুকুই চাই এদেশের মানুষ সজাগ থাকবে- প্রধানমন্ত্রী

রবি
২১ অগাস্ট ২০২৩

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি শুধু এইটুকুই চাই এদেশের মানুষ সজাগ থাকবে। ওই খুনিদের হাতে যেন এদেশের মানুষ আর নিগৃহীত হতে না পারে। আর ওই অগ্নিসন্ত্রাস জুলুমবাজি করে এদেশের মানুষের হত্যা করতে না পারে। আর মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেটিই আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা।’

 

সোমবার বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

আলোচনা সভার আগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি হিসেবে কেন্দ্রীয় নেতাদের নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

 

সমাবেশের শুরুতে ২১ আগস্ট শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহিদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা করা।

 

শেখ হাসিনা বলেন, ‘যতক্ষণ বেঁচে আছি এদেশের মানুষের সেবা করে মানুষকে উন্নত জীবন দিয়ে যাব মন্তব্য করে বাংলাদেশ আজকে ঘুড়ে দাঁড়িয়েছে। বিশ্বে মর্যাদা পেয়েছে, এ মর্যাদা নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। এটিই আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা।’

 

প্রধানমন্ত্রী বলেন, ‘এরা যেন এদেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে না পারে। তাদের প্রতি ঘৃণা সমস্ত জনগণের। ওই খুনিদের প্রতি ঘৃণা এদেশের জনগণের। আমি চাই এদেশের প্রত্যেকটা মানুষ তাদেরকে ঘৃণা জানাক বলে মনে করেন প্রধানমন্ত্রী।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর