দ্বাদশ জাতীয় সংসদ নর্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ
নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে সৌদি আরব ও যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশিদের ভোটার
করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার ইসির কমিশন সভায় এ খসড়া আইনের অনুমোদন দেওয়া হয় হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের
পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, ‘১৯৮৩ সালের অর্ডিন্যান্স
বাংলায় রূপান্তর করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আজ অনুমোদিত হয়েছে। ভোটিংয়ের পর সংসদে
যাবে। বিধিমালা সংশোধনের ক্ষেত্রে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে।
ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুতের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত হবে।’
তফসিল ঘোষণার পর ৯ লাখ ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে উল্লেখ
করে তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদসহ অন্যান্য নির্বাচনের প্রশিক্ষণসূচি অনুমোদন হয়েছে।
প্রশিক্ষণ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে। তফসিলের পর মোটা দাগে হবে ৯ লাখের
ওপর। আগের চেয়ে বাড়বে।’
প্রবাসীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিষ্পত্তির বিষয়ে সুস্পষ্ট
নির্দেশনা বা নীতিমালা কী হবে, সে বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়। এ ছাড়াও কমিশন সভায় প্রবাসী
নাগরিকদের এনআইডি দেওয়ার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। জানা ইসি সচিব।
আরআই