রোববার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, এ বছর ডেঙ্গুর গন্তব্য কোথায় থামবে, সেটা এখন স্পষ্ট করে বলা যাচ্ছে না। এর পরের দিনেই জানা গেল, দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আগের রেকর্ড ভেঙেছে।
চলতি বছরে সোমবার (২১ আগস্ট) পর্যন্ত এক লাখ দুই হাজার ১৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন, ২০১৯ সালে।
সোমবার স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তিকৃতদের মধ্যে ৮৭২ জন ঢাকায়। বাকিরা অন্যান্য বিভাগে। ডেঙ্গু আক্রান্ত ৯ জন এ সময় মারা গেছেন। সোমবারের মৃত্যুসহ চলতি বছরে মোট ৪৮৫ জন ডেঙ্গু রোগী মারা গেছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সাত হাজার ৮৮৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতে তিন হাজার ৬০৭ জন ও ঢাকার বাইরে চার হাজার ৭৯ জন। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে সুস্থ হয়েছেন ৯৪ হাজার ২০ জন।
ওদিকে রোববার স্বাস্থ্য অধিদফতর ভার্চুয়াল ব্রিফিংয়ে জানায়, দেশে এখন নারীর তুলনায় পুরুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে বেশি। আর ডেঙ্গু আক্রান্ত পুরুষের তুলনায় নারীর মৃত্যু বেশি হচ্ছে। ডেঙ্গুতে পুরুষ আক্রান্তের হার ৬২ দশমিক ৪, নারীদের আক্রান্তের হার ৩৭ দশমিক ৬। গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত ৪৬ জন নারীর বিপরীতে পুরুষ মারা গেছে ৩৩ জন।
বিডি/এন/এমকে