পবিত্র শবে মিরাজ আজ

১১ মার্চ ২০২১

আরবি মাস রজবের ২৬ তারিখ আজ। পবিত্র শবে মিরাজ। নবি কূলের শিরোমনি ও সর্বশেষ রাসুল হজরত মুহাম্মদ সা: এদিন দিবাগত রাতে ঊর্ধ্ব জগতে গমন করেন। সাত আসমান অতিক্রম করে তিনি আল্লাহর বিভিন্ন কুদরত প্রত্যক্ষ করেন। এ রাতে পাঁচ ওয়াকত সালাত ফরজ করা হয়।
মিরাজ এক দিকে যেমন মুহাম্মদ সা:-এর অন্যতম মুজেজা; তেমনি এটি মুসলিমদের জন্যও অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা। দিনটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।
পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা এ সম্পর্কে ঘোষণা করেন, ‘পবিত্র মহান সে সত্তা, যিনি তাঁর বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। যার চার দিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি তাঁকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। তিনিই সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা।’ (সূরা ইসরা : আয়াত ১)।
কর্মসূচির মধে রয়েছে: বাইতুল মোকাররম জাতীয় মসজিদে আজ বৃহস্পতিবার বাদ জোহর ‘মিরাজুন্নবী সা:-এর গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো: মুশফিকুর রহমান। আলোচনা করবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মাওলানা রফিক আহমাদ ও জামেয়া ইসলামিয়া মাদরাসার শায়খুল হাদিস ড. মাওলানা মুশতাক আহমদ।
এছাড়া সারা দেশের বিভিন্ন মসজিদে নানা কর্মসূচীর মাধ্যমে দিনটি পালন কাা হবে।


আরআই


মন্তব্য
জেলার খবর