রান্নাঘরে তেল, ঝাল, মশলা নিয়ে কাজ চলে প্রতিদিন। তাই রান্নাঘরে রাখা তৈজসপত্র, দেয়াল ও আসবাবে তেল চিটচিটে দাগ লেগে যায় সহজেই। আর প্রতিদিন পরিষ্কার না করলে এসব দাগ আটকে যায়। পরে পরিষ্কার করতে বেশ বেগ পেতে হয়।
তবে একটি সহজ টিপস জানা থাকলে এসব জেদি দাগ থেকে মুক্তি পেতে পারেন সহজেই। চলুব জেনে নেওয়া যাক-
প্রথমে একটি বাটিতে ২ টেবিল চামচ ভিনেগার, ১ টেবিল চামচ লিকুইড ডিশ ওয়াশ, ১ চামচ কাপড় ধোয়ার পাউডার ও ১ চামচ লেবুর রস নিয়ে ভালো করে একটি মিশ্রণ তৈরি করুন। এরপর মিশ্রণটি দাগযুক্ত জায়গায় ভালো করে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। ২০ মিনিট পর একটি ভেজা নেকড়া দিয়ে হালকা হাতে ঢলে ফেললেই উঠে যাবে দীর্ঘদিনের তেল চিটচিটে জেদি দাগ।
এই মিশ্রণটি আপনি রান্নাঘরে ব্যবহৃত যেকোনো নোংরা সামগ্রীতে ব্যবহার করে পরিষ্কার করে তুলতে পারেন।
এছাড়া পানির সঙ্গে কর্নস্টার্চ মিশিয়েও দেয়াল পরিষ্কার করতে পারেন। দাগ লাগা দেয়ালে কয়েক মিনিটের জন্য পেস্টটি লাগিয়ে রেখে দিন। এরপর হালকা ভেজা কাপড় ব্যবহার করে পেস্টটি তুলুন। তেলের দাগ অপসারণ না হওয়া পর্যন্ত এটি পুনরাবৃত্তি করুন। দুবার ব্যবহার করার পরই দেখবেন দাগ দূর হয়ে গেছে।