বাংলাদেশের পাওনা ৫ কোটি ডলার শোধ করেছে শ্রীলঙ্কা

International
২২ অগাস্ট ২০২৩

বাংলাদেশের কাছ থেকে নেওয়া ২০ কোটি ডলারের ৫ কোটি ফেরত দিয়েছে শ্রীলঙ্কা। চলতি মাসের শেষের দিকে আরও এক কিস্তি ফেরত দেবে বলে জানিয়েছে দেশটি। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, শ্রীলঙ্কাকে দেওয়া ২০ কোটি ডলার ঋণের মধ্যে পাঁচ কোটির এক কিস্তি আমরা পেয়েছি। চলতি মাসের শেষের দিকে আরও একটি কিস্তি দেওয়ার কথা রয়েছে। আমরা আশা করছি চলতি বছরের মধ্যে ঋণের পুরো অর্থ দেশটি পরিশোধ করবে।

 

তিন মাসের মধ্যে ফেরত দেওয়ার শর্তে ‘কারেন্সি সোয়াপ’ পদ্ধতির আওতায় ২০২১ সালে ঋণ নিয়েছিল শ্রীলঙ্কা। এর বিপরীতে লন্ডন আন্তঃব্যাংক অফার রেট বা লাইবর যোগ করে দেড় শতাংশ সুদ পাওয়ার কথা বাংলাদেশের।

 

প্রথম দফায় ২০২১ সালের ১৯ আগস্ট ৫ কোটি ডলার ছাড় করে বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয় দফায় ১০ কোটি ডলার দেওয়া হয় ওই বছরের ৩০ অক্টোবর।

 

ঋণ নেওয়ার পর পরই নতুন করে আরও সংকটে পড়ে শ্রীলঙ্কা। ফলে যথাসময়ে ওই ঋণ ফেরত দিতে পারেনি দেশটি কয়েক দফা সময় চায়। পরিস্থিতি বিবেচনা করে সরকার বাকি অর্থ দেয়। একইসঙ্গে আগামী সেপ্টেম্বর পর্যন্ত সময়ও দেয় বাংলাদেশ ব্যাংক। ওই ঋণ থেকে ৫ কোটি ডলার ফেরত দিল শ্রীলংকা।

 

আরআই


মন্তব্য
জেলার খবর