রাশিয়ার সামরিক অভিযানের প্রতিউত্তরে টানা ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন।
এবার ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার সুপারসনিক টিইউ-২২ বোমারু বিমান ধ্বংস করেছে দেশটি।
ড্রোন হামলায় এটাই ইউক্রেনের সবচেয়ে বড় সাফল্য। খবর রয়টার্সের।
রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের ড্রোনের আঘাতে রাশিয়ার একটি দূরপাল্লার সুপারসনিক
যুদ্ধবিমান টিইউ-২২ ধ্বংস হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান ধ্বংসের কিছু ছবি ছড়িয়ে
পড়েছে। সেসব ছবিতে দেখা গেছে, সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে সোল্টসি-২ বিমানঘাঁটিতে
একটি বিমান দাউ দাউ করে জ্বলছে।
বিমান ধংসের বিষয়টি রাশিয়াও স্বীকার করেছেন। তবে বিমানটি যুদ্ধবিমান কিনা
তা নিশ্চিত করেনি। তারা বলেছে, গুলি করে একটি ড্রোন ভূপাতিত করা চেষ্টা করা হয়। ড্রোনটি
আঘাতপ্রাপ্তও হয়। তবে এতে একটি বিমানের ক্ষতি হয়েছে।
তবে বিমান ধংসের বিষয়ে ইউক্রেন কোনো মন্তব্য করেনি।
আরআই