বিশ্বকাপের সূচি আর বদলাচ্ছে না

রবি
২২ অগাস্ট ২০২৩

দরজার কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। আর এক মাস বাদেই বসছে এবারের আসর। এরই মধ্যে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। বিশ্বকাপের ভেনু ও সময়সূচি নিয়ে বেশ গড়বড় করেছে ভারত। এ নিয়ে যারপরাণই ক্ষিপ্ত ক্রিকেট ভক্তরা।  

 

জানা যায়, আহমেদাবাদ ও কলকাতার পর হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনও বিশ্বকাপে সূচিতে পরিবর্তন আনার অনুরোধ করেছিল বিসিসিআইকে। তাতে দ্বিতীয় দফায় দিনক্ষণ বদলাতে পারে বলে গুঞ্জন উঠেছিল।

 

তবে বিসিসিআ নাকি আর তারিখ ও ভেন্যু বদলাতে চায় না। সংস্থাটি জানিয়েছে, শেষ দিকে এসে আর সূচি বদল সম্ভব নয়।

 

আগামী ৯ ও ১০ অক্টোবর হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বিশ্বকাপের পরপর দুটি ম্যাচ হবে। ৯ অক্টোবর খেলবে নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস, পরদিনই পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এ দুই ম্যাচে পুলিশ কতটুকু নিরাপত্তা দিতে পারবে তা নিয়ে উদ্বেগ ছিল হায়দরাবাদের।

 

আরআই


মন্তব্য
জেলার খবর