এশিয়া কাপে নেই মাহমুদুল্লাহ, এবার অনিশ্চিত এবাদত

রবিউল ইসলাম
২২ অগাস্ট ২০২৩

এশিয়া কাপে জায়গা হয়নি দেশের অন্যতম সেরা ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদের। এবার পেসার এবাদত হোসেনও অনিশ্চিত হয়ে পড়েছেন। চোটের কারণে এশিয়া কাপে খেলা হবে না তার। তার পরিবার্তে দলে জায়গা পেতে যাচ্ছেন খালেদ আহমেদ অথবা তানজিম হাসান সাকিব।

 

সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

 

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে চোটে পড়েছিলেন ইবাদত। বোলিংয়ের সময় বাঁ পায়ে চোট পান। সে কারণেই আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি তিনি। এশিয়া কাপের ১৭ সদস্যের দলে আছেন ইবাদত। তবে এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। তাই তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

 

নান্নু বলেছেন, ‘ইবাদতকে নিয়ে শঙ্কা আছে। কাল ফিজিওর রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না। তবে ইবাদত না গেলে তানজিম সাকিব অথবা খালেদের মধ্যে একজনকে এশিয়া কাপে নেওয়া হবে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর