রান্নঘরে তেলাপোকার উপদ্রব হয় প্রায় সব বাড়িতেই দেখা যায়। আর এই সব তেলাপোকা
থেকে ছড়ায় নানা ধরনের অসুখ। বাজারে তেলাপোকা নিধনের ওষুধ পাওয়া যায়। তবে এসব ওষুধ স্বাস্থ্যের
জন্য ক্ষতিকর ও বাড়িতে শিশু থাকলে তা ব্যবহার বিপজ্জনক। তাই জেনে নিন ঘরোয়া জিনিস দিয়ে
তেলাপোকা নিধনের উপায়-
১/ শসা তেলাপোকা দূর করতে অনেক বেশি কার্যকর। একটি অ্যালুমিনিয়াম ক্যানে
শসার কিছু খোসা নিন। এবার এই ক্যানটি তেলাপোকা আসার স্থানে রেখে দিন। দেখবেন তেলাপোকা
উপদ্রব বন্ধ হয়ে গেছে। শসার খোসা অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে দুর্গন্ধের সৃষ্টি
করে। যে গন্ধে তেলাপোকার মৃত্যু হয়।
২/একটি মগে এক লিটার পানিতে একটি রসুনের কোয়া, একটি পেঁয়াজের পেস্ট এবং
এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন। এবার এটি স্প্রে করে দিন যেসব জায়গায়
তেলাপোকার উপদ্রব। দেখবেন তেলাপোকা বিদায় নিয়েছে।
৩/ সমপরিমাণে বেকিং সোডা ও চিনি মিশিয়ে ঘরের যেসব স্থানে তেলাপোকা দেখা
যায় সেখানে সেখানে ছিটিয়ে দিন। তেলাপোকা এটি খাওয়ার সঙ্গে সঙ্গে মারা যাবে।
৪/ ময়দা ও বোরিক অ্যাসিড মেখে একটা ডো তৈরি করে নিন। এর ছোট ছোট লেচি কেটে
ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখুন। এই লেচি খেলেই তেলাপোকা মরে যাবে।