জাটকা বিক্রি করায় মাছ ব্যবসায়ীর জরিমানা

১৭ জানুয়ারী ২০২২

রাজাপুর (ঝালকা‌ঠি) প্রতি‌নি‌ধি:

ঝালকা‌ঠির রাজাপুরে জাটকা ইলিশ বিক্রি করার অপরাধে এক মাছ ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. মোক্তার হোসেন এ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ম‌নির হোসেন (২১) সিলেট হবিগঞ্জের কামারপাড়া এলাকার মো. জরু‌মিয়ার ছেলে। মনির দেশের বিভিন্ন স্থানে ফেরি করে মাছ বিক্রি করেন।

জানা গেছে, সোমবার দুপুরে উপজেলা মৎস্য বিভাগ অ‌ভিযান চা‌লিয়ে লেবুবু‌নিয়া বাজার এলাকা থেকে জাটকা বিক্রি করার সময় ১৫ কে‌জি জাটকাসহ ম‌নিরকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাকে নেওয়া হয়। সেখানেই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

 

আবু সায়েম আকন/এমকে

 


মন্তব্য
জেলার খবর