ইউক্রেন-রাশিয়া যুদে্ধর শুরু থেকেই ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে পশ্চিমা বিশ্বগুলো।
শুরু থেকেই সবধরনের সহযোগিতা করে আসছে তারা। বেলারুশও তেমনি রাশিয়ার বন্ধু হিসেবে পরিচয়
দিয়ে আসছে। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে হামলাকে রাশিয়ার
ওপর হামলা বলে বিবেচনা করবে বলে ঘোষণা দিয়েছে।
বেলারুশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বরিস গ্রিজলভ বলেছেন, মিত্র এ দেশটির
বিরুদ্ধে যেকোন শত্রুতামূলক পদক্ষেপকে রাশিয়ার ওপর হামলা বলে বিবেচনা করবে মস্কো।
যেকোনো হামলার পরিস্থিতিতে রাশিয়া শত্রুদের বিরুদ্ধে পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করবে।
তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন
যে, "বেলারুশের ওপর যেকোনো ধরনের হামলাকে রাশিয়া তার নিজের ওপর হামলা বলে বিবেচনা
করবে এবং সেই হামলা মোকাবেলার জন্য নিজের সামরিক শক্তি ব্যবহার করবে। রাশিয়ার সামরিক
ডকট্রিন এভাবেই প্রস্তুত বলে উল্লেখ করেন রুশ রাষ্ট্রদূত বরিস গ্রিজলভ।
পার্সটুডে/আরআই