জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করছে বিএনপি। এরই
অংশ হিসেবে আজ রাজধানীর নয়া পল্টানে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। ঢাকা মহানগর দক্ষিণ
বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ নেতাকর্মীদের
গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বিএনপি ।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে
বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং
কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
তিনি জানান, বিক্ষোভ ও সমাবেশ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস
সালামের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস
ও বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আরআই