সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২২ অগাস্ট ২০২৩

সাতক্ষীরায় ডেঙ্গুতে আক্রান্ত জাহিদুল ইসলাম (৩৫) নামের একজন মারা গেছেন। মঙ্গলবার (২২আগস্ট) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এর আগে সোমবার বিকালে তাকে এ হাসপাতালে ভর্তি করা  হয়। জাহিদুল ইসলামের বাড়ি আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামে।

এদিকে চলতি বছরে জেলায় জাহিদুলসহ ডেঙ্গু আক্রান্ত জন মারা গেছেন। পর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯২ জন।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের তত্ত্ববধায়ক  ডা. জয়ন্ত সরকার বলেন, গত ২৪ ঘন্টায় জেলায় ডেঙ্গু আক্রান্ত জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সাতক্ষীরা সদর হাসপাতালে জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জন, কলারোয়ায় জন এবং শ্যামনগরে জন রয়েছেন। হাসপাতাল থেকে এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৩২ জন রোগী। এছাড়া  বর্তমানে শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর