দুই যাত্রীর প্রতারণায় নিজের ভ্যান খুইয়েছে শিশু চালক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২২ অগাস্ট ২০২৩

ঘটনা পথের মধ্যে। ১৫ টাকা ধরিয়ে দেওয়া হয় ১৩-১৪ বয়সী রাব্বি হোসেনের হাতে। বলা হয়, সামনের দোকান থেকে পণ্য কিনে আনতে। নিজের ভ্যানের দুই যাত্রীর এ ফরমাইশি মানতে ভ্যান থেকে নেমে দেখানো দোকানটিতে যায় সে। সেখান থেকে যখন ফেরে, তখন তার বুকের ভেতরে ধড়ফড় করে ওঠে! দেখে- যাত্রী দু’জনও নেই, তার ভ্যানটিও নেই।

পাবনার চাটমোহর শহরের জিরো পয়েন্ট এলাকায় মঙ্গলবার (২২ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে ঘটনা এলাকার অনেকেই দরিদ্র এক শিশুর সঙ্গে ‘মানুষের’ এমন কাণ্ডে হতবাক হয়েছেন, প্রশ্ন তুলেছেন- দিনে দিনে কোথায় যাচ্ছে মনূষ্যত্ব আর বিবেকবোধ। তাদের মতে, এভাবে প্রতারণা চলতে থাকলে বিশ্বাস ওঠে যাবে যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে।

জানা গেছে, রাব্বির বাড়ি পাশ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার চর ভাঙ্গুড়া গ্রামে। ভাঙ্গুড়া থেকে এ দুই যাত্রী নিয়ে চাটমোহরে আসছিল সে। ভাড়া ঠিকঠাক করার সময় কথা ছিল- চাটমোহরে থেকে কিছু পণ্য কিনে তার ভ্যানেই ফিরবেন তারা। ভ্যানে ওঠার আগে ওই দুইজনের পরিচয় জানাতো দুরের কথা এমনকি চিনতো না ভুক্তভোগী।

 

বিডি/সি/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর