সাতক্ষীরায় ভূমিহীনদের পূর্নবাসন ও অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি
২২ অগাস্ট ২০২৩

সাতক্ষীরায় উচ্ছেদকৃত ভূমিহীনদের পূর্নবাসন করা ও অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সকালে শহরের খুলনা রোড মোড়ে জেলা নদী, বন পরিবেশ রক্ষা কমিটি এবং জেলা ভুমিহীন সমিতির যৌথ উদ্যোগে এ মানববন্ধন হয়।

মানববন্ধনকালে জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে  সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজীর সঞ্চলনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন-  জেলা নদী, বন পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহসভাপতি শেখ শওকত আলী, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন, হায়দার আলী, ভুমিহীন নেতা বাবলুর রহমান, শেখ হাফিজুর রহমান, শাহাজান আলী ছোট বাবু, ইউসুফ আলী সরদার, আশিক ইকবাল বাপ্পি, নাজমা আক্তার, শাহানারা খাতুন রিনা, শেখ রেজাউল করিম রেজা, শেখ রিয়াজুল ইসলাম, থানাঘাটা দরগাহ শরীফের খাদেম শেখ ফারুক হোসেন প্রমূখ।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর