চাটমোহরে সাটারের তালা কেটে মুদিদোকানে চুরি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২২ অগাস্ট ২০২৩

null

পাবনার চাটমোহর শহরের স্টারমোড় এলাকায় সাটারের দুটি তালা কেটে রুমন স্টোর নামের মুদিখানা এক দোকানে চুরি হয়েছে। এতে সিগারেট, মশলাজাতীয় পণ্য ও নগদ টাকা মিলে আড়াই লাখ টাকার মতো আর্থিক ক্ষতি হয়েছে ভুক্তভোগী দোকানির।

মঙ্গলবার (২২ আগস্ট) সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি টের পায় ভুক্তভোগী দোকানি। তার আগের রাতে অন্যান্য দিনের মতোই সাটারে তালা দিয়ে দোকান বন্ধ করে বাড়ি যান তিনি।  

এদিকে সকালে ঘটনা জানাজানি হওয়ার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

ওদিকে নৈশপ্রহরী থাকার পরও চাটমোহর থানার অদূরে  চুরি এ ঘটনায় রাতে ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে চিন্তিত স্থানীয় ব্যবসায়ীদের একটা অংশ।

 প্রসঙ্গত, সম্প্রতি এ উপজেলায় চোরের উৎপাত বেড়েছে।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর