ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে ব্যাপক
ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এ পর্যন্ত ১০০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন। এছাড়া
অন্তত সাড়ে আটশ’ মানুষ নিখোঁজ রয়েছেন। দুই হাজারের বেশি ঘর-বাড়ি পুড়ে গেছে এবং ১১ হাজারের
বেশি মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক প্রকাশ করে মার্কিন
প্রেসিডেন্ট জোসেফ আর. বাইডেনের কাছে তিনি চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে শেখ হাসিনা বলেছেন, ‘হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপের সর্বত্র ভয়াবহ
দাবানলের কারণে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত।’
যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো
হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে
আমি এ প্রাকৃতিক বিপর্যয়ে নিহত ও আহতদের পরিবার এবং এতে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর
সমবেদনা জানাচ্ছি।
তিনি বলেন, বাংলাদেশ এ চ্যালেঞ্জিং সময়ে যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের
পাশে আছে এবং উদ্ধারকাজে নিয়োজিত সম্মুখসারির যোদ্ধাসহ সবার সঙ্গে একাত্মতা প্রকাশ
করছে। এ মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি রইলো আমাদের
সমবেদনা।
আরআই