দুই পুঁজিবাজারেই কমেছে সূচক

রবিউল ইসলাম
২২ অগাস্ট ২০২৩

সবকটি সূচকের মান কমেছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে সব কটি সূচকের মান। তবে লেনদেন বেড়েছে ডিএসইতে। অপরদিকে লেনদেন কমেছে সিএসইতে।

 

মঙ্গলবার পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানানো হয়েছে।

 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই):

ডিএসইতে মঙ্গলবার কমেছে সবকটি সূচকের মান। প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৮ দশমিক ৫১ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ১ দশমিক ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৫ দশমিক ১১ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক কমেছে শূন্য দশমিক ৮৯ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ২ হাজার ১৩৫ দশমিক ৭৫ পয়েন্টে।

 

তবে এদিন ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৫০৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৯৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৭ কোটি ৪৪ লাখ টাকা।

 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার সিএসইতে কমেছে লেনদেন। লেনদেন হয়েছে ৯ কোটি ৮৪ লাখ টাকার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৩ কোটি ৬৫ লাখ টাকা।

 

লেনদেনের পাশাপাশি কমেছে সবকটি সূচকের মানও। সিএএসপিআই সূচক ৩ দশমিক ১৮ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১ দশমিক ৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৬ দশমিক ৪০ পয়েন্টে ও ১১ হাজার ১০৫ দশমিক ৪৮ পয়েন্টে।

 

আরআই

 


মন্তব্য
জেলার খবর